"গাজা হামলায় বিএনপির সম্পৃক্ততা ও একজন পাষাণ মাহমুদ"

লিখেছেন লিখেছেন আহমাদ গনি ২১ জুলাই, ২০১৪, ০৭:৪৫:২২ সন্ধ্যা

প্রযুক্তিনির্ভর এই যুগে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলো যখন নব-আবিষ্কারের মাধ্যমে সাফল্যের শীর্ষচূড়ায় পদক্ষেপ করতে মরিয়া, তখন বঙ্গকন্যার ছত্রছায়ায় বেড়ে উঠা কিছু "ডিজিটাল মখা মানবকে" ডিজিটালত্বের পরিচায়ক ধরে নিয়েই বাঙালি জাতিকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। বহুমুখী সমস্যায় জর্জরিত জাতি তাদের কাছ থেকে কিছু পাক আর না-পাক, কিছুদিন পরপর অন্তত কিছু "মখীয় বাণী" উপহার পেয়ে থাকে। ব্যতীত-মর্মাহত হৃদয়-কাননে ক্ষণিকের জন্য হলেও বিনোদন হাওয়া লাগাতে এইসব "মখীয় বাণীর" যথোপযুক্ত বিকল্প আপাতদৃষ্টিতে দৃশ্যমান নয়।

পূর্ববত্‍ ঐতিহ্য ধরে রাখার নিমিত্তে "মখীয় বিনোদক বাণীসম্ভারে" নতুন বাণীর সংযোজন করেছেন বাংলাদেশ মখালীগের অন্যতম কর্ণধার 'পাষাণ মাহমুদ'।

সাম্প্রতিক সময়ে তার মন্তব্য, "গাজার হামলায় বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে।"

বঙ্গকন্যার মনোরঞ্জনকল্পে তার প্রসবকৃত বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে পারবেন কিনা তা প্রশ্নসাপেক্ষ ব্যাপার। তবে, এই মন্তব্যের মধ্য দিয়ে তার ব্রেনের সাথে কানেকটিড তারগুলোর অপর প্রান্ত যে পাবনার মেন্টাল হসপিটালে গিয়েই ইতি টেনেছে তা প্রশ্নাতীত। বিজ্ঞানীদের তত্ত্বানুযায়ী, রমজান মাসে রোজাদারদের মস্তিষ্ক কোষ ক্রমবৃদ্ধি পায়।এবং মানসিক স্বাস্থ্য অন্য যে কোনো সময়ের চেয়ে উন্নতি লাভ করে। কিন্তু পবিত্র এই মাসে আওয়ামী নেতাদের মেন্টাল ক্যাপাসীটির ক্রমনিম্নগতি বিজ্ঞানীদের অভূতপূর্ব অনুসন্ধানকেও প্রশ্নের মুখোমুখী দাড় করাচ্ছে। সুতরাং বিজ্ঞানীদের তত্ত্বকে সঠিক প্রমাণিত করার জন্য আওয়ামী মখাগংয়ের রোজা বর্জনের কারণটিকেই সামনে আনতে হবে। (আওয়ামী মখাগংয়ের রোজা বর্জন দিনকয়েক আগে হাসানুল হক ইনুর বক্তব্য দ্বারা প্রমাণিত। তিনি বলেছেন, মুসলমান হলে রোজা রাখতে হবে এমন কোন কথা নেই।) কিন্তু তাতেও নিস্তার পেলাম কোথায়? নতুন প্রশ্নের উদ্রেক হয়- তাহলে রমজান ব্যাতীত বাকি 11 মাসে তাদের পাগলামীর কারণটি কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাম্প্রতিক সময়ে অনলাইন মিডিয়াতে প্রবাদের মর্যাদায় সমাসীন হওয়া নিম্নোক্ত প্রশ্নসূচক উক্তিটিকেই অধিক প্রণিদানযোগ্য মনে হচ্ছেঃ

"আওয়ামী লীগ হলেই কি পাগল হয় নাকি পাগল হলেই আওয়ামী লীগে যোগ দেয়?"

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246895
২১ জুলাই ২০১৪ রাত ১০:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মন্ত্রি পাগল হয় মন্ত্রিত্ব গেলে!
246909
২১ জুলাই ২০১৪ রাত ১০:৩১
আহমাদ গনি লিখেছেন : কিন্তু অনেকেই যে মন্ত্রিত্ব নাপেয়েও পাগলামী করে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File